শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধ করে দিলেন বিক্ষোভকারীরা
বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিলের পর পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে ভাঙচুর চালিয়ে সেটি বন্ধ করে দিয়েছেন হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের সদস্যরা। বিশ্ব হিন্দু পরিষদ (বিএইচপি), হিন্দু জাগরণ মঞ্চ ও শিলিগুড়ি মহানগর সংগঠনের সদস্যরা আজ সোমবার ভিসা কেন্দ্রে হামলা চালানোর পর কেন্দ্রটির কার্যক্রম বন্ধ হয়ে যায়।
দিল্লি ও কলকাতার কূটনৈতিক সূত্রগুলো প্রথম আলোকে জানিয়েছে, কয়েক বছর ধরে ‘ডিইউডিজিটাল’ নামের একটি প্রতিষ্ঠান শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র পরিচালনার দায়িত্বে ছিল।
কূটনৈতিক সূত্র জানায়, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের প্রতিবাদে শিলিগুড়ির বাঘা যতীন পার্কে বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু জাগরণ মঞ্চ ও শিলিগুড়ি মহানগর সংগঠনের প্রায় তিন শতাধিক সদস্য জমায়েত হন। পরে তাঁরা বিক্ষোভ মিছিল নিয়ে বাংলাদেশের ভিসা অফিস ঘেরাও করেন। এ সময় বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন বন্ধ, দীপু দাসের হত্যার বিচার এবং দোষীদের শাস্তির দাবিও তোলা হয়।
বিক্ষোভের একপর্যায়ে আন্দোলনকারীদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ভিসা অফিসে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এবং প্রতিবাদস্বরূপ ভিসা অফিস বন্ধ রাখার নির্দেশ দেয়। প্রতিনিধিদলের এক সদস্য ডিইউডিজিটালের একজন কর্মকর্তাকে ফোন করে বলেন, ‘এই অফিসের তালা যেন খোলা না হয়। সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দিন, আজ থেকে এই অফিস বন্ধ থাকবে। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার চলবে, আর এখানে ব্যবসা হবে—এটা হতে পারে না। আজকের মধ্যেই বাংলাদেশের ভিসাসংক্রান্ত সব ব্যানার ও বোর্ড সরিয়ে নিন।’
পরে ওই প্রতিনিধি স্থানীয় গণমাধ্যমকে বলেন, বাংলাদেশে তাঁদের ‘হিন্দু ভাইদের’ ওপর নির্যাতনের বিষয়টি কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে জানানো হবে। একই সঙ্গে তাঁরা চান, এখান থেকে যেন কোনো ভারতীয় বা কোনো হিন্দু বাংলাদেশে না যায় এবং কোনো ধরনের ব্যবসা না করে।
কলকাতা থেকে একটি কূটনৈতিক সূত্র জানায়, উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার কথা বিবেচনা করে ডিইউডিজিটাল সোমবার বিকেল তিনটার আগেই ভিসা কেন্দ্রটি বন্ধ করে দেয়। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সময়ে ভিসা কেন্দ্র পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ ঘটনার পর শিলিগুড়ির ভিসা কেন্দ্রটির নিরাপত্তা জোরদারের অনুরোধ জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কলকাতা দপ্তরে কূটনৈতিক পত্র পাঠিয়েছে কলকাতাস্থ বাংলাদেশের উপহাইকমিশন।
এদিকে একই দিনে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনও সব ধরনের কনস্যুলার সেবা ও ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ করেছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

0 মন্তব্যসমূহ