৪৭তম বিসিএস: আন্দোলনকারীদের ছত্রভঙ্গে পুলিশের লাঠিচার্জ ও জলকামান ব্যবহার
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবিতে শাহবাগে অবস্থান নেওয়া চাকরিপ্রার্থীদের ওপর পুলিশ লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করে ছত্রভঙ্গ করেছে। প্রায় পাঁচ ঘণ্টা অবরোধের পর বিকেল সাড়ে চারটার দিকে এ অভিযান চালানো হয়। এতে কয়েকজন আন্দোলনকারী আহত হন।
একজন আন্দোলনকারী প্রথম আলোকে জানান, "আমরা যমুনার দিকে যাত্রার প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক তখনই কোনো ধরনের উসকানি ছাড়াই পুলিশ আমাদের ওপর আক্রমণ করে। আমার মাথায় আঘাত লেগেছে, আরও অনেকেই আহত হয়েছেন।"
আজ বেলা একটা নাগাদ যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করলে শাহবাগে পুলিশের ব্যারিকেডের মুখে আন্দোলনকারীরা সেখানেই বসে পড়েন। তাঁরা বিকেল পাঁচটা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়ে দাবি না মানলে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তবে তার আগেই পুলিশ তাঁদের সরিয়ে দেয়।
পরে আন্দোলনরত চাকরিপ্রার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি চত্বরে আবার জড়ো হন। একজন আন্দোলনকারী জানান, তাঁরা পুনরায় যমুনার দিকে পদযাত্রার চেষ্টা করবেন।
উল্লেখ্য, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা ২৭ নভেম্বর শুরু হয়ে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। কারিগরি ও পেশাগত ক্যাডারের পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।

0 মন্তব্যসমূহ