গুলিবিদ্ধ ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের পথে
মাথায় গুলিবিদ্ধ ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। আজ সোমবার দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে তাঁকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।
এর আগে দুপুর দেড়টার কিছু আগে ওসমান হাদিকে বহনকারী আইসিইউ অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে প্রবেশ করে। বেলা ১টা ১৫ মিনিটের দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে আইসিইউ অ্যাম্বুলেন্সে করে তাঁকে বিমানবন্দরের উদ্দেশে নেওয়া হয়।
গত শুক্রবার, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন, রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করা হয় শরিফ ওসমান বিন হাদিকে। এরপর থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন।
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের জানান, ওসমান হাদির সঙ্গে তাঁর দুই বড় ভাই ওমর ফারুক ও আবু বকর সিদ্দিক সিঙ্গাপুরে যাচ্ছেন।

0 মন্তব্যসমূহ